ফিরে আসা শূণ্য প্রান্তরে

লিখেছেন লিখেছেন এম মিজান রহমান ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৩৪:৩৩ রাত

ফিরে আসা শূণ্য প্রান্তরে

-এম মিজান রহমান

তোর জন্যে নেওয়া ফুলের পাপঁড়িটা এখন আমার মানিব্যাগে...

শুকিয়ে গিয়ে

হয়ে গেছে ছাই -

তোকে দেব বলে সেই পড়ন্ত বিকেলে হাতে নিয়েছিলাম ফুলটি ; যার অস্তিত্ব এখন মানিব্যাগেই আছে- যার অস্তিত্ব কিছু স্বপ্নের আবডালে এখনো দোদুল্যমান...

থামে নি সে সুর

জীবনের গান ।

তোকে নিয়ে কবিতা লিখবো না বলে অনেকবার নিজেকে শাসিয়েছি...

নিজে হয়েছি দাঁড়কাক

প্রেত ভুঁত ।

একহাটুজল পেরিয়ে ছুটতাম সেথা যেখানে ছিল গোপন জীবনের খাতা -

জীবনের সেই খাতাটা আজ রাফখাতা হয়ে গেছে

যা লিখেছি সব নিঃস্প্রাণ

সব বিতৃঞ্চার গান ।

আমার কবিতা পাঠ -

তোর জন্য মিছে মিছি

এতে কি প্রাপ্তি নেই?

নাকি ছিটকুটে মলাট..!

বিষয়: সাহিত্য

৮৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268512
২৫ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৯
কাজী লোকমান হোসেন লিখেছেন : যে আবেগের দাম দেয়না তাকে নিয়ে লেখার সার্থকতা নেই বললেই চলে Rose অনেক ভালো লাগলো Rose , এই রকম লেখা আরও চাই , ধন্যবাদ Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File